তালতলীর ঐতিহ্য দুইশ’ বছরের রাখাইন পল্লী। রাখাইন পল্লীতে দেখবেন তাঁতশিল্প, বৌদ্ধ মন্দির, বিভিন্ন ধরনের মূর্তি ও রাখাইন সংস্কৃতির নিদর্শন। এখানে পাবেন রাখাইনদের তাঁতের তৈরি লুঙ্গি, শার্ট, থ্রি-পিস, থামী ও শালসহ বিভিন্ন ধরনের বস্ত্র।বরগুনা জেলা সদর থেকে লঞ্চ, ট্রলার অথবা গাড়ি নিয়ে খুব সকালে যাত্রা করুন। সঙ্গে খাবার নিয়ে যেতে পারেন অথবা তালতলীর গ্রামীণ পরিবেশে কোনো হোটেলেও খেয়ে নিতে পারবেন। প্রথমেই যাবেন তালতলীর রাখাইন পল্লীতে। সেখানে ঘুরে দেখার পর আবার যাত্রা শুরু করবেন সোনাকাটা ও আশারচরের উদ্দেশে। সবকিছু দেখতে দেখতে বিকেলটা কেটে যাবে। ফাঁকে ফাঁকে ক্যামেরাবন্দি করতে পারেন অসাধারণ সব দৃশ্য। সূর্যাস্ত দেখে ফিরতি পথে আসুন বরগুনায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS