পর্যটন ও ঐতিহ্য
বরগুনা হতে বাসযোগে পাথরঘাটা যাওয়ার পর মোটর সাইকেলে অতি সহজে লালদিয়া বনে যাওয়া যাবে। এছাড়াও পিরোজপুর হয়ে পাথরঘাটায় যাওয়া যায়।
এই বনের পূ্র্বে বিষখালি নদী এবং পশ্মিমে বলেশ্বর নদী। এই দুই নদীর মোহনা লালদিয়ার বনকে ঘিরে রেখেছে। এর পূর্ব প্রান্তেও সমুদ্র সৈকত।পাথরঘাটা উপজেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে সদর ইউনিয়নের হরিণঘাটা গ্রামে বিষখালী নদীর তীরে অবস্থান লালদিয়া সংরক্ষিত বনাঞ্চল ও হরিণবাড়িয়া পর্যটনকেন্দ্রের। সেখানকার বিষখালী নদীর অদূরে বঙ্গোপসাগরের পাড়ে হচ্ছে লালদিয়া সমুদ্রসৈকত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস