Wellcome to National Portal

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত
বিস্তারিত

দেশের সর্বদক্ষিনের উপকূলীয় জেলা বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় সাড়ে ৪ কি মিটার জায়গাজুড়ে  খড়স্রোতা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অবস্থিত।

নয়বাভিরাম এই সমুদ্র সৈকতের একদিকে দীর্ঘ ঝাউবন, আরেকদিকে তিন তিনটি নদীর বিশাল জলমোহনা রয়েছে। সবমিলিয়ে নদ-নদী আর বন-বনানীর এক অপরূপ সমাহার তালতলী উপজেলার শুভ সন্ধ্যার চর। জ্যোৎস্না উৎসবে এখানেই জল-জোছনায় একাকার হবে জোছনাবিলাসী হাজারো মানুষ। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় বরগুনার নয়নাভিরাম সৌন্দর্যকে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে প্রতিবছর জেলা প্রশাসন বরগুনা উদ্যোগে এখানে জোছনা উৎসব অনুষ্ঠিত হয়।