Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার্কিট হাউজ

সার্কিট হাউজের পটভূমি:

 

১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারী বরগুনা মহাকুমা থেকে জেলায় রুপান্তরিত হয়। তৎকালীন জেলা শহরে যে সকল ভি ভি আই পি/ভি আই পি/গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাগণ আগমন করতেন ভাল ডাকবাংলো না থাকায় তাদের সফরকালীন রাত্রিযাপনে বিব্রতকর অবস্থায় পড়তে হতো। ঐ সময় বরগুনা জেলায় বাংলো ব্যবস্থা খুবই নাজুক ছিল। যে কারণে বরগুনা জেলায় সার্কিট হাউজ নির্মাণ জরুরী হয়ে পড়েছিল। অন্যান্য জেলার মতো বরগুনা জেলায়ও সার্কিট হাউজ নির্মাণ হয়। যা ১৯৮৯ সালের ১৯ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় সচিব জনাব কেএম রাববানী বরগুনা সার্কিট হাউজটি উদ্বোধন করেন।

 

অবস্থান ও যোগাযোগঃ

 

বরগুনা সার্কিট হাউজটি জেলা শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ ১ নং খাস খতিয়ানভূক্ত কড়ইতলা মাইঠা মৌজাধীন জেএল নং-২৭ দাগ নং-১৪৫-১৫০,১৫১,১৫৫ ও ২৪৫ সর্বমোট ৬.৯৭ একর জমির উপর অবস্থিত। যার পশ্চিমে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, পূর্বে জেলা প্রশাসকের আবাসিক বাসভবন,উত্তরে বরগুনা সরকারি মহিলা কলেজ এবং দক্ষিণে বরগুনা জেনারেল হাসপাতাল অবস্থিত। সার্কিট হাউজ বিষয়ে যোগাযোগের ঠিকানাঃ

 

ক) নেজারত ডেপুটি কালেক্টর,বরগুনা :  ০৪৪৮-৬২৫১৩ (অফিস),০৪৪৮-৬২৪১৩ (বাসা) মোবাইলঃ ০১৭৩৩৩৪৮০০৭

খ) নাজির,বরগুনা কালেক্টরেট:       ০৪৪৮-৬২২৬৯

গ) সর্কিট হাউজ, বরগুনা :                ০৪৪৮-৬২২৮৪

 

অন্যান্য সুযোগ সুবিধাঃ

 

বরগুনা সার্কিট হাউজে আবাসন সুবিধার পাশাপাশি নিমেনাক্ত সুবিধা সমূহ রয়েছেঃ

  • ১০০ জন লোক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি কনফারেন্স রুম রয়েছে। যাতে সাউন্ড সিস্টেম রয়েছে।
  • ভিভিআইপি/ভিআইপি রুমে এসি ও টিভি (স্যাটেলাইট চ্যানেল সহ) সংযোগ রয়েছে।
  •                         ব্যাক-আপ জেনারেটর সুবিধা রয়েছে।

  • গ্যারেজ সুবিধা সহ র‌্যাম্প রয়েছে
  • সার্কিট হাউজের সম্মুখভাগে চমকপ্রদ একটি ফুলের বাগান রয়েছে ।

 

সার্কিট হাউজ, বরগুনা এর আবাসিক সুবিধাঃ

 

ক্রঃ

নং

রুম নং

ভিআইপি

নন

ভিআইপি

এসি

নন এসি

রুমে আসবাবপত্র

রুমের অন্যান্য

সুবিধা

রুম ভাড়া

সরকারি

বেসরকারি

০১

০১

ভিআইপি

--

এসি

 

খাট ০১ টি, ডাইনিং টেবিল-০১ টি, ডাইনিং চেয়ার-০৫ টি, টি টেবিল-০৭ টি, কাঠের আলমিরা-০১ টি, , সোফা ১ সিটের-০২ টি, সোফা ৩ সিটের, ১ টি, লুকিং গ্লাস-০১ টি, ড্রেসিং টেবিল-০৩ টি, টিভি রাখার ট্রলি-১ টি।

টি ভি / ফোনের সুবিধা

৭০/-

৭০০/-

০২

০২

ভিআইপি

--

এসি

--

খাট ০২ টি, টি টেবিল-০৪ টি, কাঠের আলমিরা-০১ টি, , সোফা ১ সিটের-০২ টি, সোফা ৩ সিটের ১ টি, লুকিং গ্লাস-০১ টি, ড্রেসিং টেবিল-০৩ টি, টিভি রাখার ট্রলি ১ টি,চেয়ার-০১ টি।

টি ভি সুবিধা

১৩০/-

 

 

 

১৪০০/-

 

 

 

০৩

০৪

--

ভিআইপি

--

 এসি

খাট ০২ টি, টি টেবিল-০১ টি, কাঠের আলমিরা-০১ টি, , সোফা ১ সিটের-০২ টি, লুকিং গ্লাস-০১ টি, ড্রেসিং টেবিল-০৩ টি, চেয়ার-০১ টি।

--

১৩০/-

১৪০০/-

০৪

০৫

--

 ভিআইপি

--

এসি

খাট ০২ টি, টি টেবিল-০১ টি, কাঠের আলমিরা-০১ টি, সোফা ১সিটের-০২ টি, লুকিং গ্লাস-০১ টি, ড্রেসিং টেবিল-০৩ টি, চেয়ার-০১ টি।

--

১৩০/-

১৪০০/-