Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিহঙ্গ দ্বীপ
স্থান

 

ঢাকা সদরঘাট থেকে বরগুনার লঞ্চেও কাকচিঁড়া ঘাটে নেমে গাড়িতে যেতে হবে পাথরঘাটা সদরে তারপর রূইতা গ্রামে, রূইতা বটতলা থেকে ট্রলার ও নৌকা ভাড়া করে আসা যাবে বিহঙ্গ দ্বীপে।

কিভাবে যাওয়া যায়

ঢাকা সদরঘাট থেকে বরগুনার লঞ্চেও কাকচিঁড়া ঘাটে নেমে গাড়িতে যেতে হবে পাথরঘাটা সদরে তারপর রূইতা গ্রামে, রূইতা বটতলা থেকে ট্রলার ও নৌকা ভাড়া করে আসা যাবে বিহঙ্গ দ্বীপে।

যোগাযোগ

 

ঢাকা সদরঘাট থেকে বরগুনার লঞ্চেও কাকচিঁড়া ঘাটে নেমে গাড়িতে যেতে হবে পাথরঘাটা সদরে তারপর রূইতা গ্রামে, রূইতা বটতলা থেকে ট্রলার ও নৌকা ভাড়া করে আসা যাবে বিহঙ্গ দ্বীপে।

বিস্তারিত

পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় জেগে ওঠা একটি সবুজ ভূ-খন্ড “বিহঙ্গ দ্বীপ” নামে পরিচিতি লাভ করেছে। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ৮ কিলোমিটার আর প্রস্থ দেড় কিলোমিটার। কয়েক বছর আগে জেগে ওঠা ওই দ্বীপ পরিযায়ী পাখিদের নির্ভয় বিচরণ। দ্বীপের পশ্চিমে নদীর তীরঘেঁষা ম্যানগ্রোভ সুন্দরবনের নিসর্গ মায়াময় হাতছানি। অপূর্ব নৈসর্গিক আর নয়নাভিরাম দ্বীপটি এখন সম্ভাবনাময় হয়ে উঠছে। দ্বীপের একদিকে সাদা বালু আর একদিকে লাল বালুর মিশেলে এবং প্রাকৃতিকভাবে চরজুড়ে শুভ্র শোভন কাশফুলের সমারোহ। সম্প্রতি সেখানে বন বিভাগের সৃজিত বনায়ন নতুন শোভা বর্ধন করেছে। শীত বিকেলটা এখানে অন্য এক প্রশান্তির আবহ এনে দেয়। সাগর মোহনায় দাঁড়িয়ে দেখা যায় সূর্যাস্ত। বন বিভাগ এই দ্বীপের বনাঞ্চলে হরিণ আর বিপন্ন নানা প্রাণীবৈচিত্র্য অবমুক্ত করে সেখানে অভয়ারণ্য গড়ে তুলছে। ফলে প্রতিদিন পর্যটকরা এখানে এসে জল হাওয়া আর প্রাণ প্রকৃতির শোভন রূপ দর্শনে আসছেন। শীত এলেই দর্শনার্থীরা সাগর ও নদীর সংযোগস্থলে সময় কাটাতে ভিড় করেন।