পায়রা নদীতে সূর্যোদয় পর্যটকদের দৃষ্টি আকর্ষন করে। সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য বরগুনাবাসির মনের আনন্দের ফোয়ারা বয়ে দেয়। প্রতিদিন সন্ধ্যায় পায়রা নদীর সূর্যোদয় দেখতে ভিড় করেন শত শত দর্শক। পায়রা নদীর মাঝে কি যে দৃশ্যে সৃষ্টি হয় তা সত্যি দর্শকদের হৃদয় মাঝে ঝড় তুলে। এ যে দৃশ্য বারবার যেখানে আসতে মন চায়। মহান আল্লাহর সৃষ্টি অনাবিল দৃশ্য মানুষের হৃদয়ে দোলা দিবেই। পায়রা নদীতে মাঝির নৌকা চালানো...ফেরিতে চলাচল...আর সূর্যের এ মনোরম দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর...যা পর্যটকদের টানবেই........................
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস