Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ফ্রন্ট ডেস্ক

 

 ভারপ্রাপ্ত কর্মকর্তা 

মোঃ আরিফুর রহমান শান্ত

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ফ্রন্টডেস্ক শাখা)


মোবাইল : ০১৬২০৬৬৪৪০৬ 

ফোন (অফিস) : ০১৬২০৬৬৪৪০৬ 

ইমেইল : acrmbarguna@mopa.gov.bd 

ফ্যাক্স :

ব্যাচ (বিসিএস) : ৩৮  


 

তথ্য,আনুসন্ধান ও  

সেবাপ্রদান ডেস্ক  সহকারী।                                                                                                 

 

তানজিলা আফরিন

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

Mobile:০১৭০৫৫২৩৫৮৮ 

ইমেইলঃ afrinswarna2@gmail.com                                                                          

 

আবেদনএন্ট্রি,    

পত্র গ্রহন ও প্রদান সহকারী।

মোসাঃ কাজল রেখা

আফিস সহকারী

Mobile:+০১৭২৬৮৪৫৯৯২

 

 

ফ্রন্ট ডেস্ক এর সেবা সমূহঃ

  • সেবাগ্রহণে উচ্ছুক নাগরিকদের নেবা পাবার আবেদনের ভিত্তিতে সঠিক নির্দেশনা প্রদান করা হয়।
  • জেলার যাবতীয় তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা চলমান।
  • বিভিন্ন ধরণের তথ্য  সরবরাহের জন্য  অনুরোধকৃত পত্র গ্রহণ করা হয়।
  • বিভিন্ন অভিযোগ সম্বলিত পদ্র গ্রহণ করা সহ সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
  • জনসাধারণ যাতে অভিযোগের দ্রুত প্রতিকার পেতে পারে সেজন্য অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।
  • স্থানীয়নহ জাতীয় ও আন্তজার্তিক পর্যায় থেকে সেবা পা্ওয়ার বিভিন্ন উদ্যোগ চলমান।
  • ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সেবার মাণ আরও সহজতর করার লক্ষ্যো কম্পিউটার স্থাপনসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
  • জনসাধারণকে উ-সেবার মাধ্যমে ফ্রন্টডেস্ক থেকে খতিয়ানের সইমোহর নকল ইত্যাদি সরবরাহ করা হচ্ছে
     বরগুনা জেলার দাপ্তরিক ও নাগরিক সকল ধরণের চিঠি আবেদনপত্র গ্রহণ করা হয় এবং সংশ্লিস্ট শাখায়  বিতরণ করা হয়। বর্তমানে জনসেবার কাজ দ্রুতবেগে অগ্রগতি হচ্ছে।
  • জেলা প্রশাসক এর কার্যলয়ের সেবা সম্পর্কিত সকল তথ্য প্রদান করা হয়।
  • জেলা প্রশাসক এর কার্যলয় বরাবর সকল নাগরিক ও দাপ্তরিক আবেদন ফ্রন্ট ডেস্ক এ গ্রহন করা হয়।
  • সকল নকল আবেদনে(যেমন- এস এ, আর এস , সি এস, পি এস, সূচী, খেপট,নকশা, বিভিন্ন কেসের নকল) ফ্রন্ট ডেস্ক এ গ্রহন করা হয় এবং নকল প্রদান করা হয়।

 

ফ্রন্টডেস্কে এর সময় সূচী:

  • আফিস চলাকালীন সময় আর্থাৎ রবি হতে বৃষ্পতিবার পর্যন্ত ( সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত)।
  • নকল আবেদনের সময় রবিবার হতে বুধবার পর্যন্ত
  • নাগরিক আবেদন ও দাপ্তরিক পত্র রবি হতে বৃষ্পতিবার পর্যন্ত ( সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত) নেওয়া হয়।
  •  
  • ফ্রন্টডেস্কেএ বিভিন্ন আবেদন করার নিয়ম:
  •  
  • সেবা সমূহ

    আবেদনের নিয়ম

    কোর্ট ফি

    (টাকা)

    সংযুক্ত ফরম

      চালান(টাকা)

    এস এ

    নির্ধারিত ফরমে

    ২০

    নাই

    --

    আর এস

    ২০

    --

    সি এস

    ২০

    সি এস ফরম

    --

    পি এস

    ২০

    পি এস ফরম

    ---

    খেবট

    ২০

    খেবট ফরম

    --

    বি এস

    ঐ                              

    ২০

    নাই

    ১০০

    সূচী

    ২০

    সূচী ফরম

    --

    সারচিং

    ২০

    নাই

    --

    নকশা

    ২০

    নাই

    ৫০০

    বিভিন্ন কেসের

    সহি মোহর নকল

    ২০

    স্ট্যাম্প

    --

    বন্দুকের লাইসেন্স

    ২০

    প্রয়োজনীয় কাগজ

    --

     

     

     

     

     

  •