#জমকালো যুব বিতর্ক উৎসব ২০১৭। বরগুনার ইতিহাসে এই প্রথম বর্ণাঢ্য মেধার লড়াই। #০২ নভেম্বর, সকাল ১০ টা, শিল্পকলা একাডেমি। আয়োজনে: জেলা প্রশাসন বরগুনা। আর্থিক সহযোগীতায়: unicef.
#বিষয়: //চাকরীর চেয়ে ব্যবসা ভাল (সদর বনাম পাথরঘাটা টীম) // টাকা থাকলেই উন্নয়ন হয় (চেয়ারম্যন-মেয়র বনাম সাংবাদিক) // Social Media is harmful for the students (Amtoli vs Sadar). #প্রধান অতিথি: Divisional Commissioner Barisal মহোদয়।
#৮_শতাধিক বিতার্কিক, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবিদের সমন্বয়ে হাজার নাগরিকের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে শুরু হবে এই ব্যতিক্ররমী উৎসব। এতে অংশ নিন; জ্ঞান ও যুক্তির লড়াইয়ে যুক্ত হোন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস