Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইলিশ উৎসব
বিস্তারিত

বরগুনার ইলিশকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে ও ইলিশের ভান্ডার হিসেবে খ্যাত বরগুনায় দেশি বিদেশি পর্যটককে ইকোট্যুরিজমে আকৃষ্ট করার লক্ষ্যে গত ২ অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দ তারিখ বরগুনা জেলা প্রশাসন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে বরগুনা সার্কিট হাউস মাঠে ১ম বারের মত  দেশের বৃহত্তম ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ইলিশের যে জাতীয় গুরুত্ব রয়েছে তা এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। পাশাপাশি  এই  উৎসবে মৎস্য খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রজনন মৌসুমে মা ইলিশ ও জাটকা ইলিশ সংরক্ষণ, এই এলাকার নদী সমূহকে ইলিশের অভয়ারণ্য  হিসেবে গড়ে তোলা এবং  জনসচেতনতা বৃদ্ধির জন্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা,সাধারন জ্ঞানের প্রতিযোগিতা, নাটক, জারিগান, পুথি-পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ইলিশের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল অনুষ্ঠান স্থলে  বিষখালী, বলেশ্বর ও পায়রা নদী এবং সমুদ্র মোহনার তাজা ইলিশ বিক্রয়ের ব্যবস্থা। প্রথম বারের মত আয়োজিত দেশের সর্ববৃহৎ এ ইলিশ উৎসবে বরগুনার ৬ টি উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার লক্ষাধিক দর্শনার্থীরা ভিড় করেন। স্টলগুলোতে ছিল রান্না করা ইলিশের শতাধিক ধরনের বাহারি খাবারের সমাহার যা বেশ সমাদৃত হয়। আগত দর্শনার্থীরা বরগুনাকে ইলিশের জেলা হিসেবে ঘোষণার দাবী জানান।উল্লেখ্য যে, বরগুনা জেলায় প্রতি বছর  প্রায় এক লক্ষ মেট্রিক টন ইলিশ আহরিত হয়, যার বাজার মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা।